সূর্যশিখা নিউজ ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট অস্ত্রোপচার হয়ে গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সব দিক থেকে শারীরিক ভাবে 'স্থিতিশীল' রয়েছেন তিনি। রবিবার সকালে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সেই ছোট অস্ত্রোপচার হয়েছে। তবে কবে বা কখন তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, সে কথা জানানো হয়নি মেডিক্যাল বুলেটিনে। রবিবার সকালে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করানো হয় অভিষেককে। সেখানেই হয়েছে তাঁর ছোট অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক জন প্লাস্টিক সার্জনের অধীনে ভর্তি রয়েছেন তিনি। তবে কী ধরনের অস্ত্রোপচার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। একটি সূত্র বলছে, তাঁর পেটে অস্ত্রোপচার হয়েছে। রবিবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। রবিবার দুপুর নাগাদ একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে ওই বেসরকারি হাসপাতাল। সেখানে জানায়, অভিষেক এখন 'স্থিতিশীল'। তাঁর দ্রুত আরোগ্যও কামনা করা হয়েছে হাসপাতালের তরফে।
Total Post View : 27662