এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

ঝা চকচকে স্কুলের অডিটোরিয়াম হল উদ্বোধনে স্কুলের-ই প্রাক্তন ছাত্র তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: ঝা চকচকে স্কুলের অডিটোরিয়াম হল উদ্বোধনে স্কুলের-ই প্রাক্তন ছাত্র তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলার খ্যাতনামা স্কুলগুলির মধ্যে অন্যতম হলো বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। ভারত সরকারের শিক্ষা ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড: সুকান্ত মজুমদার বালুরঘাট খাদিমপুর স্কুল-এর প্রাক্তন ছাত্র। সাংসদ থাকাকালীন স্কুলের শিক্ষকদের মুখে প্রয়োজনীয়তার কথা শুনে স্কুলের অডিটোরিয়াম হল নির্মাণের জন্য নিজের সাংসদ তহবিল থেকে সুকান্ত মজুমদার বরাদ্দ করেছিলেন প্রায় ১০ লক্ষ টাকা। যার পরে স্কুলের অডিটোরিয়াম হল নির্মাণের কাজ শুরু হয়। শনিবার সেই নবনির্মিত অডিটোরিয়াম হলের উদ্বোধন করেন মন্ত্রী ড: সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও ছাত্র-রা। এদিন অডিটোরিয়াম হলের উদ্বোধনের পর মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন বালুরঘাট খাদিমপুর হাই স্কুল বহু প্রাচীন স্কুল এবং আমি এখানে পড়াশুনা করেছি। তিনি বলেন এই অডিটোরিয়াম হলের মাধ্যমে বিভিন্ন আনুসাঙ্গিক কার্যক্রম যেমন নাচ-গান এছাড়াও বিভিন্ন সরকারি প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হতে পারবে। তিনি জানিয়েছেন উদ্বোধিত হওয়া নতুন অডিটোরিয়াম হলে ৭০০ - ৮০০ ছাত্র ছাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। স্কুলের উন্নয়নে মন্ত্রী তথা স্কুলের প্রাক্তন ছাত্র ড: সুকান্ত মজুমদার-এর ভূমিকায় খুশি স্কুলের বর্তমান ছাত্ররা ও প্রাক্তনীরা।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 36390


সম্পর্কিত খবর