এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হচ্ছে না আরজি করের মামলার শুনানি

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের মামলাটির শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতির বেঞ্চ যে বসছে না, তা আগেই জানানো হয়েছিল। এ বার জানা গেল, অন্য বেঞ্চেও আরজি করের মামলা রাখা হয়নি। শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজি কর মামলা রাখা হয়নি। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৫ সেপ্টেম্বর বসবে না। ওই বেঞ্চের বাকি দুই সদস্য বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আলাদা করে ১০ নম্বর কোর্টের কিছু মামলা শুনবেন। কিন্তু কোন কোন মামলা তাঁরা শুনবেন, তা তখনও স্পষ্ট ছিল না। ফলে আরজি করের শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট থেকে দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে ১০ নম্বর কোর্টের মামলার নতুন তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকায় দেখা গিয়েছে, আরজি কর মামলাটি রাখা হয়নি। অর্থাৎ, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চেও শুনানি হচ্ছে না। দীর্ঘ দিন ধরে আরজি করের বিচারের দাবিতে দিন গুনছেন সাধারণ মানুষ। জুনিয়র চিকিৎসকেরা সুপ্রিম কোর্টের এই শুনানির দিকেই তাকিয়ে ছিলেন। শুনানি পিছিয়ে যাওয়ায় তাঁরা হতাশ। কবে আরজি কর মামলার শুনানি হবে, তা বৃহস্পতিবার জানা যাবে।

Tag: Breaking news, Suryasikha news, Today news, Hit news

Total Post View : 33097


সম্পর্কিত খবর