এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করবে ডমিনিকা

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ জাতীয় সম্মান 'ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার' প্রদান করবে। কোভিড-১৯ মহামারীর সময় ডোমিনিকায় তাঁর অবদান এবং ভারত ও ডোমিনিকার মধ্যে অংশীদারিত্ব জোরদার করার প্রতি তাঁর উৎসর্গের জন্য এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোমিনিকা। ডোমিনিকা রাষ্ট্রপতি সিলভিনি বার্টন আসন্ন ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনের সময় এই পুরস্কার প্রদান করবেন। এই আয়োজন ১৯ থেকে ২১ নভেম্বর গায়ানার জর্জটাউনে অনুষ্ঠিত হবে। ২০২১ সালে বিশ্ব করোনা মহামারীর কবলে ছিল। সব দেশ তাদের জনগণের জন্য করোনার টিকা সংগ্রহের চেষ্টায় ছিল। টিকা উৎপাদনের ক্ষমতা ভারত সহ কয়েকটি দেশের কাছে ছিল। তাই ফেব্রুয়ারি ২০২১-এ প্রধানমন্ত্রী মোদী ডোমিনিকাকে অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকার ৭০,০০০ ডোজ পাঠিয়েছিলেন। এই সাহায্যের ফলে ডোমিনিকা করোনা থেকে তার জনগণকে রক্ষা করতে বড় সাহায্য পেয়েছিল। ডোমিনিকা প্রতিবেশী দেশগুলিকেও সাহায্য করেছিল।করোনায় ডমিনিকাকে সাহায্য করেছে ভারত ডোমিনিকা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ডমিনিকা-এর প্রেসিডেন্ট সিলভানি বার্টন প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মানে ভূষিত করবেন। প্রধানমন্ত্রী মোদীর এই উদারতাকে স্বীকৃতি দিয়ে ডমিনিকা সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, ভারতও ডমিনিকাকে স্বাস্থ্য, শিক্ষা এবং আইটি ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারতও ডমিনিকাকে সাহায্য করছে।

Tag: Breaking news, Suryasikha news, Today news,Hit news

Total Post View : 42359


সম্পর্কিত খবর