এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

পুরী ধামের নকল মানব না', দিঘার মন্দির নিয়ে সরব শুভেন্দু

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ কেমন চলছে তা পরিদর্শনে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কথা বলেন। বুধবার বিধানসভা অধিবেশন শেষে সেসব কথারই পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় এই মন্দির বানিয়ে আদতে তিনি পুরী ধামকে অপমান করেছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু। আগামী বছর ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে মন্দিরের জন্য একটি ট্রাস্ট বোর্ড গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাতে ইসকন রয়েছে। এছাড়া থাকছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধি এবং জগন্নাথ দেবের মন্দিরের পূজারী। নিজে এক্ষেত্রে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বলে স্পষ্ট করেন তিনি। নিজের অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা দেবেন বলে জানান। এই মন্দির নিয়েই সুর চড়ান বিরোধী দলনেতা। তাঁর দাবি, ২০ একর জায়গায় তৈরি মন্দিরটি সরকারি টাকায় হচ্ছে। যা আইন বিরুদ্ধ। কাগজ পত্রে কোথাও মন্দির নির্মাণের কথা উল্লেখই নেই। শুভেন্দু এদিন বলেন, 'কাগজ পত্রে কোথাও মন্দিরের উল্লেখ নেই। সংবিধান আমাদের সবচেয়ে বড়। সাংবিধানিকভাবে কোনও সরকার এক্সচেকারের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজও দাঁড়িয়ে যা যা বলেছেন, তা ভণ্ডামি ও মিথ্যাচার।' দিঘার মন্দির নিয়ে ফের ক্ষোভ উগরে দেন শুভেন্দু। জানিয়ে দেন, এনিয়ে বাংলা থেকে আওয়াজ উঠবে। পুরী ধামের নকল মানা হবে না। সরকারি টাকায় ধর্মীয় কাজ করা যায় না। মন্দির বানানোর ইচ্ছে ছিল, টাকা চাইলে হিন্দুরাই দিত।

Tag: Breaking news, Suryasikha news, Today news

Total Post View : 42424


সম্পর্কিত খবর