দক্ষিণ দিনাজপুর: ২১শে জুলাইয়ের শহীদদের স্মরণ করে ২১শে জুলাইয়ের "শহীদদের" নামে গাছেদের নামকরণ করে বৃক্ষরোপন কর্মসূচী পালন করল বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেস। উল্লেখ কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে মারা যান ১৩ জন। যে ঘটনা পরবর্তী সময়ে ঐ ১৩ জনের স্মৃতিতে প্রতিবছর ২১শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। চলতি বছরেও আসন্ন ২১শে জুলাই শহীদ দিবসের প্রচার প্রস্তুতি রাজ্য জুড়ে তুঙ্গে। এরই মাঝে বৃহস্পতিবার বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহেশ পারেখ-এর নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা এবং তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা একত্রিত হয়ে বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ঐ ১৩ জন "শহীদদের" স্মৃতিতে বালুরঘাটের ২৫টি ওয়ার্ডে ১৩টি করে বৃক্ষরোপন করে। বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহেশ পারেখ জানান ২১শে জুলাইয়ের শহীদদের স্মরণ করে তাদের প্রতি সম্মান জানাতেই তাদের এই কর্মসূচি।
Total Post View : 25272