দক্ষিণ দিনাজপুর: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বালুরঘাট হাসপাতালে অসুস্থ হয়ে পড়া ৮ জন প্রসূতি মা। উল্লেখ গত ১৮ই জুলাই বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা ৮ জন প্রসূতি মা ইনজেকশন গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েছিল। যে ঘটনা চাউড় হতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় ঐ ব্যাচ নম্বরের ঔষধ ব্যবহার বালুরঘাট হাসপাতালে বন্ধ রেখে রুগীদের সুস্থ করে তুলতে মেডিক্যাল বোর্ড গঠন করে স্বাস্থ্য দপ্তর। জানা গেছে ঐ মেডিক্যাল বোর্ডে ছিল ডা: রঞ্জন কুমার মুস্তাফি, ডা: স্বার্থক সেন শর্মা, মেডিক্যাল অফিসার, এনাস্থাটিস এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সূত্র মারফৎ খবর মেডিক্যাল বোর্ডে থাকা চিকিৎসকদের চিকিৎসায় রুগীদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার ২ জন রুগীকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি রুগীদের রক্ত পরীক্ষাও করা হয়। পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক থাকায় হাসপাতালের মেডিক্যাল বোর্ড রুগীদের হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ ঐ ৮ জন মা-কে ছুটি দেন। রুগী সুস্থ হওয়ায় খুশি রুগীর আত্মীয় পরিজনরা। এদিন হাসপাতাল থেকে ছুটি পাওয়া রুগী জ্বলি কর্মকার-এর স্বামী পলাশ কর্মকার বলেন খুব চিন্তায় ছিলাম, ডাক্তারবাবুরা রুগীকে সুস্থ করে তুলতে দিনরাত পরিশ্রম করেছে, সফল হয়েছে। এদিন ছুটি পাওয়া অপর এক রুগী শিবানী রায়-এর স্বামী উৎপল রায় বলেন রুগী সুস্থ হওয়ায় আমরা আনন্দিত। তিনিও হাসপাতালের চিকিৎসকদের প্রশংসা করেন। অপরদিকে হাসপাতাল থেকে রুগীদের সুস্থ হয়ে বাড়ি ফেরা প্রসঙ্গে বালুরঘাট হাসপাতালের চিকিৎসক ডা: রঞ্জন কুমার মুস্তাফি বলেন আমি আনন্দিত ও আপ্লুত কারন হাসপাতালের ঔষধেই রুগীদের সুস্থ করে দিতে পেরেছি। দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুদীপ দাস জানান রুগীদের রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক থাকার কারনে মেডিক্যাল বোর্ড রুগীদের ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছিল। তিনি জানান সেই ঘটনার পরও তারপরেও অনেক প্রসূতি মা হাসপাতালে ভর্তি হয়েছে, কারো কোন সমস্যা হয়নি, আমরা আশাবাদী ভবিষ্যতেও কোন সমস্যা হবে না। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ৮ জন প্রসূতি মা-র অসুস্থ হয়ে পড়ার কারন হিসাবে এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি জানান এখনই বিস্তারিত তিনি কিছু বলতে পারবেন না, তবে প্রাথমিক অবস্থায় তাদের মনে হয়েছে সংক্রমণের কিছু বিষয় থাকতে পারে, তদন্ত চলছে, সমস্ত রিপোর্টগুলি না আসা অবধি স্পষ্ট করা বলা সম্ভব নয়।
Total Post View : 35498