এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাটে ও গঙ্গারামপুরে পালিত হলো রাখি বন্ধন উৎসব, সংস্কৃতি দিবসে সম্প্রীতির বার্তা দক্ষিণ দিনাজপুরে

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ সংস্কৃতি দিবসে সম্প্রীতির বার্তা দক্ষিণ দিনাজপুরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজি নজরুল ইসলাম-এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে বালুরঘাটে ও গঙ্গারামপুরে রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে পালিত হল সংস্কৃতি দিবস। বুধবার সকালে বালুরঘাটে জেলা সমাহর্তালয় ভবনে অনুষ্ঠিত হয় সংস্কৃতি দিবস পালনের অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজি নজরুল ইসলাম-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। এদিন ছাত্রীরা জেলা শাসক বিজিন কৃষ্ণাকে রাখি পড়িয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্তারাও। অপরদিকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকেও রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সংস্কৃতি দিবস পালনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ অন্যান্য কাউন্সিলরগণ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশিত হয়, নৃত্য পরিবেশন করে সুদীপ ডান্স একাডেমীর ছাত্রীরা। গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র-কে মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধন উৎসবে মাততে দেখা গেছে গঙ্গারামপুরের বোন-দিদিরা। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন কি কারণে রাখি বন্ধন উৎসব - রাখি বন্ধন উৎসবের গুরুত্ব কোথায় এই বিষয়গুলি তারা জনসাধারণের কাছে তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন এই উৎসবের মধ্য দিয়ে তারা জনসাধারণকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রদান করেছেন।

 

Tag:

Total Post View : 118


সম্পর্কিত খবর