এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বাড়িতে বসেই আসন্ন যুদ্ধের কৌশল তৈরি হচ্ছে।রাহুলের বাড়ি গিয়ে সাক্ষাত্‍ অভিষেকের।

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক : ১০ জনপথ। অতীতে এই বাড়িতে বসেই বহু যুদ্ধের কৌশল তৈরি হয়েছে। কীভাবে দেশ চলবে, সেই নীতি নির্ধারণ হয়েছে। এবার সেই ১০ জনপথেই সম্ভবত আগামী দিনের রাজ্য এবং জাতীয় রাজনীতির ভবিষ্যত্‍ নির্ধারণের প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী, তথা প্রাক্তন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বাসভবনে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী, প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের 'মুখ'। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তৃণমূলের 'ভবিষ্যত্‍'। জাতীয় রাজনীতিতে উদীয়মান নেতা। সূত্রের খবর, বুধবার কাকভোরে ১০ জনপথে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেন। প্রায় ঘণ্টাখানেক কথা হয় তাঁদের। ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে সেটা স্পষ্ট না হলেও, রাজ্য রাজনীতিতে আগামী দিনে কংগ্রেস এবং তৃণমূলের সমীকরণ এই বৈঠকের পর বদলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

Tag:

Total Post View : 117


সম্পর্কিত খবর