এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য কর্মশালা

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হলো কর্মশালা। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বালুরঘাটের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা শাসক বিজিন কৃষ্ণা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, সহসভাধিপতি অম্বরিশ সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিকগণ এবং জেলার ৮টি গ্রাম পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা। জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন রাজ্য সরকার কোন কোন কাজে গুরুত্ব দিচ্ছে সেই বার্তা দেওয়াটা আমাদের উদ্দেশ্য। তিনি জানিয়েছেন আগামী ৫ বছর দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন যাতে হাতে হাত কাধে কাধ মিলিয়ে মসৃণভাবে করা যায় তার জন্য এই কর্মশালার আয়োজন। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন এই কর্মশালা গুরুত্বের দিক থেকে অপরিসীম। এদিন মন্ত্রী বিপ্লব মিত্র জেলার নবনির্বাচিত প্রতিনিধিদের সাংবিধানিক বিভিন্ন বিষয়ে অবহিতও করেন।

 

Tag:

Total Post View : 133


সম্পর্কিত খবর