দক্ষিণ দিনাজপুরঃ পূজোর আগে ২০ জন সংখ্যালঘু উপভোক্তার হাতে মেয়াদী লোন অনুমোদনের কাগজ তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলার সংখ্যালঘু দপ্তর। সোমবার বালুরঘাটে জেলা সমাহর্তালয় চত্বরে তেভাগা সভাকক্ষে উপভোক্তাদের হাতে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তর মাধ্যমে প্রদত্ত লোন অনুমোদনের কাগজ তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক আবুল কালাম আজাদ। এদিন ২০ জনের হাতে তুলে দেওয়া লোনের অর্থরাশির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা। দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক আবুল কালাম আজাদ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলায় ৩৭১ জন সংখ্যালঘু যুবক সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে ঋণের জন্য আবেদন করেছিল। তিনি জানান ধাপে ধাপে সবদিক খতিয়ে দেখে তাদের আবেদন রাজ্যে পাঠানো হচ্ছে, যাদের মধ্যে ২০ জনকে ঋণ প্রদানের অনুমোদন মিলেছে।
Total Post View : 129