দক্ষিণ দিনাজপুরঃ দুর্গা পূজা অতিক্রান্ত হলেও প্যান্ডেলের থার্মোকল ছড়িয়ে পড়ে পূজো মন্ডপ চত্বরে, বিজেপির রাজ্য সভাপতির ক্লাবকে নোটিশ পাঠাল বালুরঘাট পৌরসভা। পূজো মন্ডপ চত্বরে পড়ে থাকা থার্মোকল সরিয়ে না নিয়ে আগামীতে কড়া ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষের। উল্লেখ চলতি বছরে সদ্য সমাপ্ত দুর্গাপূজোয় রামমন্দিরের আদলে পূজো মন্ডপ তৈরী করেছিল বালুরঘাটের নিউ টাউন ক্লাব। এও উল্লেখ যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটের নিউ টাউন ক্লাবের সভাপতি। রাম মন্দিরের আদলে তৈরী ঐ পূজো মন্ডপ তৈরীতে ব্যবহার হয়েছিল থার্মোকল। বালুরঘাটের অন্যান্য ক্লাবগুলি যেখানে তাদের পূজো মন্ডপে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারে জোর দিয়েছে সেখানে পূজো মন্ডপ গড়তে থার্মোকলের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছিলেন সাধারণ দর্শনার্থীরাও। পূজো পর্ব মিটলেও ফের বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-এর বালুরঘাটের নিউ টাউন ক্লাব। বালুরঘাট পৌরসভার অভিযোগ পূজো মিটলেও পূজো মন্ডপে ব্যবহ্রত থার্মোকল পড়ে রয়েছে এলাকায়, যা এলাকায় উড়ে দূষণ ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। যে কারণ দেখিয়ে পূজো মন্ডপ চত্বর থেকে থার্মোকলের স্তুপ সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য নিউ টাউন ক্লাব কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে বালুরঘাট পৌরসভা। যদিও নিউ টাউন ক্লাবের সম্পাদক অভিজিৎ মহন্ত-র বক্তব্য তাদের ক্লাব ভাল পূজা করে বলে হিংসাতে বালুরঘাট পৌরসভা তাদের ক্লাব নোটিশ পাঠিয়েছে। সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তাদের ক্লাবের সভাপতি হওয়া নোটিশ পাঠানোর অন্যতম কারণ বলে তিনি দাবী করেন। অপরদিকে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারাখ-এর বক্তব্য অভিযোগ ছিল থার্মোকলের প্যান্ডেল করা হয়েছে, তারা পরিদর্শনে গিয়ে দেখেছেন ঘটনা সত্যি। তিনি বলেন পরিবেশ সুস্থ থাকবে, চারিদিকে যাতে দূষণ না হয়, থার্মোকল উড়ে বেড়াচ্ছে এটাও তো ভাল লক্ষণ না, সেই কারণে আমরা এটা বালুরঘাট পৌরসভার তরফ থেকে নোটিশ পাঠিয়েছি। মহেশ পারাখ বলেন বালুরঘাট শহরকে পরিস্কার রাখার লক্ষ্যেই বালুরঘাট পৌরসভা এগোচ্ছে। সেখানে কোন ক্লাবের কে সভাপতি, কে বিজেপি করে আমরা দেখব না, শহর আমরা পরিস্কার করব, যারা শহর নোংরা করবে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব।
Total Post View : 140