এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাট থেকে শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেন চালুর জন্য ছাড়পত্র দিল রেল বোর্ড, খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুরে

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট থেকে শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেন চালুর জন্য ছাড়পত্র দিল রেল বোর্ড, খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুরে। রাজ্য রাজধানী কলকাতার সঙ্গে বালুরঘাটের রেল যোগাযোগ রক্ষায় দীর্ঘদিন ধরে একটি সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবী তুলেছিল দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা। যার পরে রাজ্য রাজধানীর সঙ্গে প্রান্তিক রেল যোগাযোগ আরও উন্নত হওয়া উচিৎ মনে করে বালুরঘাট থেকে শিয়ালদহ অবধি একটি এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে তদ্বির শুরু করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যার পরে শুক্রবার ঐ নতুন ট্রেন চালুর বিষয়ে ছাড়পত্র দেয়। অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই চলবে নতুন ঐ ট্রেন। সাংসদ সুকান্ত মজুমদার বলেন আমাদের জেলার জন্য অত্যন্ত খুশির দিন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল বালুরঘাট থেকে শিয়ালদহ অবধি সরাসরি একটি এক্সপ্রেস ট্রেনের। সেই দাবী পূর্ণ হয়েছে, ভারত সরকারের রেল মন্ত্রক ও রেল বোর্ড বালুরঘাট থেকে শিয়ালদহ অবধি সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে ছাড়পত্র দিয়েছে। জেলাবাসীদের আমি কথা দিয়েছিলাম, আমি কথা রাখতে পেরেছি, আমি জেলাবাসীদের কৃতজ্ঞ।

Tag:

Total Post View : 122


সম্পর্কিত খবর