এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বাংলায় আজ প্রবেশ করছে রাহুলের ন্যায় যাত্রা, চলবে ৭ দিন ধরে

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: গত ১৪ জানুয়ারি মণিপুরের ইম্ফল থেকে শুরু হয়েছে 'ন্যায় যাত্রা'। ন্যয় যাত্রা এখন অসমে প্রবেশ করেছে। এর আগে মণিপুর, আসাম, মেঘালয় হয়ে আবার অসম। সেখান থেকে বক্সিরহাট হয়ে আজ ২৫ জানুয়ারি কোচবিহারে ঢুকবে। মোট ৭ দিন বাংলায় 'ন্যায় যাত্রা' নিয়ে থাকবেন রাহুল গান্ধি। সাত দিন ধরে বাংলার নানা প্রান্তে চলবে 'ন্যায় যাত্রা'। চা বাগান, আদিবাসী মহল্লায় জনসংযোগ করবেন রাহুল। এর মধ্যে অবশ্য দু'দিন রেস্ট ডে আছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের উপস্থিতিতে জানানো হয়েছে রুট। সূচি অনুযায়ী, আজ ২৫ জানুয়ারি বাংলায় প্রবেশ করে 'ন্যায় যাত্রা' ফালাকাটায় পৌঁছবে। সেখানে ২৬ ও ২৭ জানুয়ারি রাতে থাকবেন রাহুল। ওই দু'দিন তাঁর কোনও কর্মসূচি নেই। তবে জনসংযোগের কাজ চলবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। এলাকার বিশিষ্ট ব‌্যক্তি, বুথস্তরের কর্মী, চা বাগান, আদিবাসী মানুষের সঙ্গে দেখা করতে পারেন রাহুল। তার জন্য আলাদা কর্মসূচি তৈরি হচ্ছে বলে খবর। পরের দিন, ২৮ জানুয়ারি ফালাকাটা থেকে যাত্রা শুরু হবে। ফাটাপুকুর পৌঁছে সেখানে খাওয়াদাওয়া করে নৌকাঘাট হয়ে শিলিগুড়ি ঢুকবে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। শিলিগুড়ির নৌকাঘাট দিয়ে যাত্রা বর্ধমান রোড হয়ে এসএফ রোড। সেখান থেকে থানা মোড় হয়ে ভেনাস মোড়। তার পর হিলকার্ট রোড দিয়ে এয়ারভিউ মোড় পৌঁছে সেখানে একটি জনসভা করবেন রাহুল গান্ধি। সেখান থাকে গাড়ি করে তিনি বাগডোগরা, নকশালবাড়ি হয়ে উত্তর দিনাজপুরের সোনাপুর পৌঁছে যাবেন। সেখানে রাত্রিবাস করবেন। তার পর সেখান থেকে কিষাণগঞ্জ হয়ে মালদহে শেষ হবে তার যাত্রা।

Tag:

Total Post View : 65015


সম্পর্কিত খবর