সূর্যশিখা নিউজ ডেস্ক: বেঁধে দেওয়া ডেডলাইন শেষ। রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে আজ থেকেই রেড রোডে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টায় রেড রোডে শুরু হবে মুখ্যমন্ত্রীর ধরনা।জানুয়ারির শেষে উত্তর কেন্দ্রকে রাজ্যের বকেয়া মেটানোর ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মমতা। উত্তরকন্যার পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মমতা বলেন, "১ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। সাতদিন সময় দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও।" টাকা না পেলে যা করার করব।" মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া ডেডলাইন শেষ হয়েছে বৃহস্পতিবার। আজ দুপুর ১২টায় রেড রোডে ধরনায় বসবেন তিনি। ৪৮ ঘণ্টার ধরনা মঞ্চে শাসকদলের অন্যান্য নেতারাও যোগ দেবেন।
Total Post View : 68926