এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

দক্ষিণ দিনাজপুরের হজরতপুরে ২টি রাস্তার কাজের হলো শিল্যান্যাস

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের হজরতপুরে ২টি রাস্তার কাজের হলো শিল্যান্যাস, উপকৃত হবে দশ হাজারেরও বেশী মানুষ। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২টি রাস্তা মিলিয়ে মোট প্রায় ৪ কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা এবং সমাজসেবী শার্দূল মিত্র। এদিন শিলান্যাসিত হওয়া রাস্তা দুটি হলো রাঘবপুর থেকে হজরতপুর অবধি একটি রাস্তা এবং অপরটি হলো হজরতপুর থেকে মাসনাতলা অবধি রাস্তা। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সূত্রে জানা গেছে আগে রাস্তা দুটি নির্মাণের অনুমোদন হয়েছিল কিন্তু কোন কারণে পরবর্তী সময়ে রাস্তা দুটি বাতিল হয়ে যায়। যার পর বর্তমান দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বোর্ড দায়িত্বভার নেওয়ার পর রাস্তা দুটি নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে রাস্তা দুটি নির্মাণের উদ্যোগ নেয়। জানা গেছে রাস্তা দুটি নির্মান করতে খরচ হবে ৪ কোটি ৩৮ লক্ষ টাকা। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা বলেন রাস্তাদুটি নির্মাণের দাবী দীর্ঘদিনের ছিল। তিনি বলেন আমরা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ প্রয়োজনীয়তার গুরুত্ব বিচার করে সাধারণ মানুষদের জন্য উন্নয়ন করার চেষ্টা করে চলেছি। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন রাস্তা দুটি নির্মাণ হলে তপন, ফুলবাড়ি ও গঙ্গারামপুরের মধ্যে যোগাযোগ রক্ষায় সুবিধা হবে গ্রামবাসীদের। তিনি বলেন রাস্তা দুটি নির্মাণের ফলে ১০ হাজারেও বেশী মানুষ উপকৃত হবে। তিনি এও বলেন স্বাধীনতার পর থেকে এতদিন যে রাস্তাটি গ্রামবাসীরা পায়নি সেই রাস্তাটা এবার গ্রামবাসীরা পাবে৷ অপরদিকে ২টি রাস্তার শিলান্যাসে খুশি গ্রামবাসীরা।

Tag: Breaking_News  #Suryasikha_News #News_of_North_Bengal #News_of_West_Bengal #News_of_India #Dakshin_Dinajpur_News #Balurghat_News #Hit-News

Total Post View : 69948


সম্পর্কিত খবর