সূর্যশিখা নিউজ ডেস্ক: লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির মহিলা টিমের যাওয়ার কথা ছিল সন্দেশখালি। কিন্তু তার আগেই বিজেপির মহিলা প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। ভোজেরঘাট এলাকায় পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন লকেটরা। তারপরই তাঁদের আটক করা হয়েছে। সন্দেশখালিতে নতুন করে জারি হয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার জানান হয়েছিল, রাত ১২টা থেকে শনিবার পর্যন্ত ১৪৪ ধারা লাগু থাকবে থাকবে ৯ জায়গায়। কিন্তু ভোজেরহাটে কোনও ১৪৪ ধারা লাগু নেই। তা সত্ত্বেও তাঁদের কেন আটকানো হল এই প্রশ্ন তোলেন লকেটরা। সেই কারণেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁদের। তখনই লকেটকে আটক করা হয়।
Total Post View : 66009