এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

জনগর্জন সভার প্রস্তুতিতে জোরদার প্রচার শুরু বালুরঘাটে

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরে জনগর্জন সভার জোরদার প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। উল্লেখ বুধবার জনগর্জন সভার প্রস্তুতিতে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সভা করে। যে সভায় জনগর্জন সভার প্রস্তুতির ব্লুপ্রিন্ট ছকে নেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যার পরেই বৃহস্পতিবার বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে বালুরঘাটের সূবর্ণতট সভাগৃহে বালুরঘাট শহরের নেতৃত্বদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এরপরেই বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস জনগর্জন সভার প্রস্তুতিতে দেওয়াল লিখন শুরু করে। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তুলি হাতে বালুরঘাটের ডাকবাংলা পাড়া রোড এলাকায় দেওয়াল লিখন করতে দেখা গেছে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রীতম রাম মন্ডল-কে। প্রীতম রাম মন্ডল জানিয়েছেন জনগর্জন সভার প্রস্তুতিতে জেলার প্রতিটি কোনায় কোনায় প্রচার চালানোর নির্দেশ জেলা সভাপতির কাছ থেকে পেতেই তারস দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে দেওয়াল বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করেছেন। তিনি বলেন আগামী ১০-ই মার্চ ব্রিগেড জনগর্জন সভা ঐতিহাসিক সভার রুপ নিতে চলেছে সাধারণ মানুষদের উপস্থিতিতে। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিষ কর্মকার জানিয়েছেন জনগর্জন সভার প্রস্তুতিতে বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় পথসভা অনুষ্ঠিত হবে৷ পাশাপাশি তিনি জানিয়েছেন বালুরঘাট শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক ও বুথ ভিত্তিক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হবে। দেবাশিষ কর্মকার বলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলি মূল সংগঠনের সাথে একত্রিত হয়ে আমরা একসাথে শহর জুড়ে জনগর্জন সভার প্রস্তুতিতে প্রচারে নেমেছি।

Tag: Breaking news, Suryasikha news, Balurghat

Total Post View : 72810


সম্পর্কিত খবর