এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: ‌বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এদিন যোগদানের পর, অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, 'আজকের যোগদান চমত্‍কার। তারা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে তাতে আমি অভিভূত। সবাই জানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াইয়ের জন্যেই আমার এখানে আসা'। একই সাথে সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন, “এটা খুবই খারাপ ঘটনা। রাজ্যের নেতারা সেখানে গিয়েছেন। তাদের সেখানে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও, তারা পৌঁছেছে এবং সেখানে মহিলাদের পাশে দাঁড়িয়েছে এবং বিজেপি সন্দেশখালির নিপীড়িতদের কথা তুলে ধরছে”।অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী-অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই। আজ আর বিশেষ কিছু বলার নেই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই যাতে শুরু করা যায়, তার জন্যই বিজেপিতে যোগ দিয়েছি। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, তা পালন করব’।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 31492


সম্পর্কিত খবর