সূর্যশিখা নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে তৃণমূলের বিশেষ প্রচার অভিযান। এই প্রচার অভিযানে তফশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকায় কর্মসূচি করবেন দলে নেতৃবৃন্দ। তৃণমূল জানাচ্ছে, এই কর্মসূচিতে তফশিলী জাতি ও উপজাতিদের নিয়ে এক একটি এলাকার নেতৃবৃন্দ অন্তত ৩ থেকে ৫টি করে হটস্পটে আলোচনা সভার আয়োজন করবেন। একইসঙ্গে বাংলায় কী ভাবে তৃণমূল কংগ্রেস তফশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে রক্ষা করে চলেছে, সেই বিষয়টিও বিস্তারিতভাবে তুলে ধরবে নেতৃত্ব।জানা গিয়েছে, এই কর্মসূচিতে ৬ হাজারেরও বেশি এলাকায় পরিদর্শন করবেন তৃণমূল নেতৃত্ব। ১৫০টি প্রচার গাড়িতে করে চলবে কর্মসূচি। এই কর্মসূচিতে দেড় কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছনর চেষ্টা করবে তৃণমূল। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে আসন্ন লোকসভা নির্বাচনে মতুয়া তথা তফশিলী জাতি – উপজাতি ভোটকে পাখির চোখ করেই এই পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের।
Total Post View : 37619