সূর্যশিখা নিউজ ডেস্ক: ৭দফায় দেশ জুড়়ে হবে ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন৷ ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ৷ দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল৷ তৃতীয় দফার ভোট গ্রহণ ৭ মে৷ চতুর্থ দফায় ভোট ১৩ মে৷ পঞ্চম দফায় ভোট ২০ মে৷ ষষ্ঠ দফার ভোট গ্রহণ ২৫ মে৷ সপ্তম দফার ভোটগ্রহণ ১ জুন৷ ভোটের ফল ঘোষণা হবে ৪ জুন৷ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, শুধুমাত্র বাংলা, বিহার এবং উত্তর প্রদেশেই সর্বাধিক সাত দফায় ভোট হবে৷ এর পাশাপাশি লোকসভা ভোটের সঙ্গেই ২৬টি রাজ্যে উপনির্বাচন হবে৷ ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গেল আদর্শ আচরণ বিধি৷ প্রথম দফা - ১৯শে এপ্রিল ভোটগ্রহণ (২১টি রাজ্য)।দ্বিতীয় দফা- ২৬শে এপ্রিল ভোটগ্রহণ।তৃতীয় দফা ৭ই মে ভোটগ্রহণ।চতুর্থ দফা ১৩ই মে ভোটগ্রহণ।পঞ্চম দফা ২০ শে মে ভোটগ্রহণ ।ষষ্ঠ দফা ২৫শে মে ভোটগ্রহণ। সপ্তম দফা ১লা জুন ভোট গ্রহণ। ২৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে লোকসভা নির্বাচনের সঙ্গে। বাংলার ২টি আসন (ভগবানগোলা ও বরানগর) সহ একাধিক রাজ্যে উপনির্বাচন হবে। ওই এলাকার লোকসভা নির্বাচনের তারিখের সঙ্গেই হবে উপ নির্বাচন বলে জানানো হয়েছে।
Total Post View : 71684