এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

নির্বাচনের প্রচারের আলোয় জ্বলজ্বল গঙ্গারামপুরের তাত শিল্প, কেন্দ্রীয় অর্থ বরাদ্দের সুকান্ত-র দাবী উড়ালেন বিপ্লব

...

Suryasikha News Admin


দুলাল সিংহ; দক্ষিণ দিনাজপুর: কেন্দ্রীয় সরকার নয়, গঙ্গারামপুরের তাত শিল্পের জন্য রাজ্য সরকার খরচ করেছে ৬৮ কোটি টাকা, সুকান্ত-র দাবী উড়িয়ে পাল্টা দাবী বিপ্লব-এর। নির্বাচনের আগে গঙ্গারামপুরের তাত শিল্প নিয়ে ঘাসফুল - পদ্ম শিবিরের তরজা তুঙ্গে। নির্বাচনের পূর্বে তাতের হাব নিয়ে বর্তমানে শাসক বিরোধী তরজা তুঙ্গে। উল্লেখ কয়েক দশক পূর্বে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের দত্ত পাড়া, বসাক পাড়া, ইন্দ্রনারায়ণপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষদের জীবন জীবিকার একটা বড় অংশ জুড়ে ছিল তাত শিল্প। স্থানীয় সূত্র অনুযায়ী একদা গঙ্গারামপুরের প্রায় ২০ হাজার মানুষ এই তাত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এই তাত শিল্পের সঙ্গে। গঙ্গারামপুরের তাত শিল্পের অতীতের সেই স্বর্ণ যুগে নদীয়ার শান্তিপুর, ফুলিয়ার তাতের সঙ্গে সমানতালে টক্কর দিত গঙ্গারামপুরের তাত। বাম আমলে সমবায় সমিতি গড়ে গঙ্গারামপুরের তাতবস্ত্রকে বিপণনের চেষ্টা হয়েছিল। যদিও মিলের কাপড়ের দামের সাথে পাল্লা দিতে না পেরে গঙ্গারামপুরের তাত শিল্প ফের ধুকতে শুরু করে। এর পরবর্তী সময়ে টেক্সটাইল হাব গড়ে ধুকতে থাকা শিল্পকে পুনুরুজ্জীবনের উদ্যোগ নেয় সরকার। যদিও অনেক তাত শিল্পী পরবর্তী সময়ে পেশা বদল করে। মাঝে বেশ কয়েক বছর গঙ্গারামপুরের তাত শিল্প দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতিতে চর্চিত বিষয় না হলেও আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে রাজনৈতিক তরজায় গঙ্গারামপুরের তাত শিল্প ফের যেন তাজা৷ শুক্রবার নির্বাচনী প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়াতে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপির ঘোষিত প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন তিনি গঙ্গারামপুরে বসাক পাড়াতে সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন আমি সাংসদ হওয়ার আগে কেন্দ্রীয় সরকার এখানে ৬৪ কোটি টাকার প্রোজেক্ট দিয়েছিল, সেই টাকা কোথায় চলে গেল কেউ জানে না। তিনি এও বলেন এবার আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবী জানাব নতুন করে অর্থ বরাদ্দের জন্য, কাজের কাজ করার জন্য। অপরদিকে গঙ্গারামপুরে তাত শিল্পের উন্নতিতে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের দাবী উড়িয়ে দিয়েছেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। এই বিষয়ে বিপ্লব মিত্র বলেন গঙ্গারামপুরের তাত শিল্প-র জন্য কেন্দ্রীয় অর্থ বরাদ্দের সর্বৈব মিথ্যা কথা সুকান্ত বাবু মানুষের সামনে তুলে ধরছেন৷ বিপ্লব মিত্র বলেন আমার অনুরোধে ৬৪ কোটি টাকা নয় ৬৮ কোটি টাকা দিয়ে তাতের হাব করা এবং সামগ্রিকভাবে তাতিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাতিদের উৎপাদিত তাত বিপনণের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন৷ তিনি বলেন সেই তাতের হাব চালু আছে গঙ্গারামপুরের ঠ্যাঙ্গা পাড়াতে, গঙ্গারামপুরে বাজার চলছে, তাতিরা সূযোগ সুবিধা পাচ্ছে। বিপ্লব মিত্র-র দাবী সুকান্ত বাবু উল্টো কথা বলেছেন, গঙ্গারামপুরে তাত শিল্পকে দাঁড়াতে রাজ্য সরকার কাজ করেছে, কেন্দ্রীয় সরকার নয়। সব মিলিয়ে বছর কয়েক ধরে প্রচারের আলোয় নিস্প্রভ থাকা গঙ্গারামপুরের তাত শিল্প নির্বাচনের প্রচারের আলোয় জ্বলজ্বল।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 68936


সম্পর্কিত খবর