এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

সকাল থেকেই রাস্তায় থাকছেন উচ্চপদস্থ পুলিশকর্তারা, দোলের দিন বিশেষ সতর্কতা

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: দোল ও হোলি নিয়ে বিশেষ সতর্কতা নিয়ে কলকাতা পুলিশ। রাজ্য প্রশাসনের তরফ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে শহরে। ৭০ টি ঘাটে প্রস্তুত করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। প্রতিটি ঘাটে বিশেষ ভাবে নজর রাখবে সংশ্লিষ্ট থানার অফিসাররা। ২৫ ও ২৬ তারিখ রাস্তায় থাকছে ২৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, সাব- ইনস্পেকটর পদমর্যাদা অফিসার-সহ থাকবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। ৩৫০ টি পিকেট তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়। সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে শহর ওই দিনগুলো। ৫৮ টি পিসিআর ভ্যান থাকবে, ৪৪ টি মোটর সাইকেল পেট্রোলিং বাহিনী। সকালে ২৭ টি ও রাতে ১৯ টি HRFS, মহিলাদের নিরাপত্তার জন্য শহর থাকবে উইনার্স বাহিনী, তারা বিভিন্ন পার্কে নজর রাখবে। 

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 18604


সম্পর্কিত খবর