এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রীকে ডাইনি আখ্যা বিজেপি নেত্রীর, নিন্দার ঝড় দক্ষিণ দিনাজপুরে

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রীকে ডাইনি আখ্যা বিজেপি নেত্রীর, নিন্দার ঝড় দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার-এর সমর্থনে সভা করে বিজেপির এসসি মোর্চা। সভায় বক্তব্য রাখতে উঠে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদিকা শিখা তরু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে এক পর এক আক্রমণ শানিয়ে বলেন ২০১১ সালে আমাদের কপাল ফেটেছে, কিভাবে ফেটেছে - আমরা ভোট দিয়ে নিজেদের কপাল নিজেরা ফাটিয়েছি, এই ডাইনি অসভ্য মহিলাকে ভোট দিয়ে আমরা নিজেদের কপাল নিজেরাই ফাটিয়েছি, দ্বিতীয়বার এই ভুল আমরা করব না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইনি আখ্যা দিয়ে সভার ঐ বক্তব্য তিনি নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্ট থেকে পোস্টও করেন। যার পরেই দক্ষিণ দিনাজপুর জেলায় নিন্দার ঝড় বইতে শুরু করেছে। বিজেপি নেত্রীর এই বক্তব্য প্রসঙ্গে বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র বলেন যারা বলে তাদের রুচির ব্যাপার - তাদের মানসিকতার ব্যাপার, যিনি বলছেন তিনি নিজেকেই নীচু করেছেন মানুষের চোখে। তিনি বলেন যে মানুষ বাংলার মানুষের জন্য এত কাজ করে দিচ্ছে, ঘরে ঘরে রেশন পৌছানোর ব্যবস্থা করে দিচ্ছেন, সেই মানুষটাকে যদি ডাইনি বলে তাহলে এরপরে তার সমন্ধে যত কম কথা বলা যায় তত ভাল। বিজেপি নেত্রীর এই মন্তব্যকে সমর্থন করেননি বালুরঘাটের বামফ্রন্ট প্রার্থীও। বামফ্রন্ট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত বলেন আমরা বামপন্থীরা এরুপ কোন বিরুপ সংস্কৃতির মধ্যে নেই। তিনি বলেন বামপন্থী পার্টির শিক্ষা মতবাদ অনুযায়ী আমরা কুরুচিপূর্ণ মতবাদে বিশ্বাসী নই।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 69795


সম্পর্কিত খবর