দক্ষিণ দিনাজপুর: কর্মীদের প্রচারের ময়দানে নামাতে হ্যান্ড মাইক হাতে নিয়ে গঙ্গারামপুরের নন্দনপুরে হুশিয়ারি বিপ্লব-এর। দল ব্যবস্থা নিয়ে নিলে চার পয়সাও দাম থাকবে না, মন্তব্য বিপ্লব মিত্র-র। শেষ অবস্থা, নিজেদের লোককে ধমকায় চমকায় পার্টির কাজ করতে বাধ্য করছে বলে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। ১০-ই মার্চ কলকাতার জনগর্জন সভা থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বিপ্লব মিত্র-র নাম ঘোষণার ১৮ দিন বাদেও প্রচারে দেখা যায়নি দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী-কর্মীদের৷ যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। এরই মাঝে বৃহস্পতিবার গঙ্গারামপুরের নন্দনপুরে গিয়ে ভোট প্রচারের ময়দানে না নামা দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বৃহস্পতিবার নন্দনপুরে দলীয় সভায় বক্তব্য রাখতে উঠে বিপ্লব মিত্র বলেন আমার কাছে কিছু নালিশও এসেছে যে সবাই নামেনি কাউকে কাউকে ভয় টয় দেখিয়ে চেষ্টা হচ্ছে যাতে না নামে, আমরা সেটা আলোচনা করছি, কলকাতা গোটা ব্যাপারটা ওয়াকিবহাল আছে। তিনি বলেন এখানটাই যারাই দলের বিরুদ্ধে যাবে, তারা শক্তিশালী মানুষই হন না কেন, দল ব্যবস্থা নিয়ে নিলে কিন্তু চার পয়সার দাম থাকবে না। বিপ্লব মিত্র-র এহেন মন্তব্যের পরে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী বলেন এর আগে তৃণমূল রাজনীতি করেছে বিরোধীদের ধমকায় - চমকায়, এখন ওদের এমনই শেষ অবস্থা যে নিজেদের লোককে ধমকায় চমকায় পার্টির কাজ করতে বাধ্য করছে। তৃণমূল কর্মীরাও কাজ করছে না, সাধারণ মানুষরাও তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করছে না বলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী।
Total Post View : 33662