সূর্যশিখা নিউজ ডেস্ক: রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাহুল গান্ধী। পরপর দুদিনে তল্লাশি চালানো হল দুই বিরোধী নেতার হেলিকপ্টারে। সোমবার সকালে তামিলনাড়ুতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা। আসন্ন লোকসভা নির্বাচনে ওয়ানড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। আগামী ২৬ এপ্রিল কেরলের ওই কেন্দ্রে নির্বাচন। সেই জন্যই সোমবার নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ। সেখানে জনসভা ছাড়াও আরও অনেক কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু ওয়ানড় যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন রাহুলের কপ্টারে। গতকালই তল্লাশি চালানো হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বাকবিতন্ডা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। এনিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, কপ্টারে কিছু পাওয়া যায়নি। পাশাপাশি তাঁর অভিযোগ, এনআইএ-র ডিজি ও এসপি-কে বদলের যে দাবি ছিল তৃণমূলের, তার পালটা হিসেবে তাঁর কপ্টার তল্লাশিতে কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে। লোকসভা নির্বাচনের আগেই কেন বারবার বিরোধী নেতাদের কপ্টারে তল্লাশি, উঠছে প্রশ্ন।
Total Post View : 23771