এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

স্কুলে বসে ফেসিয়াল প্রধান শিক্ষিকার, ছবি তোলায় কামড়ে রক্তাক্ত করলেন সহ শিক্ষিকাকে

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের উন্নাও জেলার একটি প্রাথমিক স্কুলে ক্লাস ফাঁকি দিয়েই চলছিল রূপচর্চা। স্কুলের মধ্যেই চলছিল ফেসিয়াল। আর ফেসিয়াল করতে ব্যস্ত ছিলেন খোদ স্কুলের প্রিন্সিপাল বা অধ্যক্ষা। এখানেই শেষ নয়, রূপচর্চায় বাধা দেওয়ায় স্কুলেরই এক শিক্ষিকাকে কামড়ে দিলেন প্রিন্সিপাল।বৃহস্পতিবার সকালে উন্নাওয়ের বিঘাপুর ব্লকের দন্ডমাউ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সঙ্গীতা সিং স্কুলের ছাত্রদের না পড়িয়ে রূপচর্চার আসর জমান। প্রাথমিক স্কুলের মিড ডে মিলের রান্না করা হয় যে জায়গয় সেখানেই বসে চলছিল প্রিন্সিপালের ফেসিয়াল। ঘরটির পাশ দিয়ে যাওয়ার সময় গোটা বিষয়টি চোখে পড়ে স্কুলেরই আরেক শিক্ষিকা আনাম খানের। বিষয়টি চোখে পড়তেই গোটা ঘটনার ভিডিয়ো করেন আনাম খান। অভিযোগ ভিডিয়ো করতে দেকতে পেয়ে যান প্রিন্সিপাল সঙ্গীতা সিং। সঙ্গে সঙ্গে তাতে বাধাও দেন সঙ্গীতা। সহ শিক্ষিকা আনাম খানকে দেখে তড়িঘড়ি চেয়ার থেকে উঠে পড়েন। অভিযোগ, এরপরই আনাম খানকে তাড়া করেন সঙ্গীতা সিং। ভিডিয়ো শুট করার জন্য আনাম খানের হাতে কামড়ে দেন সঙ্গীত। পরে প্রিন্সিপালের ফেসিয়াল এবং নিজের হাতের কামড়ের দাগ, দুটি ভিডিয়োই সোশ্যল মিডিয়ায় পোস্ট করেন সহ শিক্ষিকা আনাম খান। তবে শুধুমাত্র কাম়ে দিয়েই খান্ত হননি প্রধান শিক্ষিকা, সহ শিক্ষিকাকে রীতিমতো মারধরও করেন বলে অভিযোগ আনাম খানের।বাতাসের গতিতে এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। এই ঘটনা নিয়ে থানা পুলিশও হয়। স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। অন্যদিকে, ব্লক শিক্ষা আধিকারিক স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 21769


সম্পর্কিত খবর