এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের পাশে মমতা

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: এই অর্ডার বেআইনি অর্ডার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি রায়গঞ্জের চাকুলিয়ার জনসভায় এসএসসি নিয়োগ মামলায় কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মুখ্যমন্ত্রী বলেন আমরাও লড়ে যাব। যাঁদের কথা বলা হয়েছে চাকরি বাতিল হল তাঁরা চিন্ত করবেন না। হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। যত দূর লড়াই করার আমরা করব। এদিন বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী। নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন তৃণমূলনেত্রী। বলেন দেখলেন না, একজন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেলেন। এটা তাঁর অর্ডার ছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ সরিয়ে দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করতে। রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। কারণ ২৬ হাজার ছেলেমেয়ে মানে প্রায় দেড়-২ লক্ষ পরিবার। ৮ বছর চাকরি করেছে ৪ সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। এটা কি সম্ভব? শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বার বার বলেন বিপদে পড়লে আর কেউ না থাকুক, আমি আছি। সঙ্গে জানান, আরও ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি রয়েছে। 

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 38090


সম্পর্কিত খবর