সূর্যশিখা নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। এই নির্বাচন নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। আইপিএলে ফর্ম নেই পাণ্ডিয়ার। তাঁর নেতৃত্বে ক্রমশ পিছিয়ে পড়ছে মুম্বই ইন্ডিয়ান্স। তবুও হার্দিক পাণ্ডিয়াকে কীভাবে দেশের সহ-অধিনায়ক নির্বাচিত করা হল? বৃহস্পতিবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে বসেছিলেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগারকার ও ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ৮০ শতাংশ দল তৈরি ছিল আগে থেকেই। বাকি ২০ শতাংশ বেছে নেওয়া হয়েছে আইপিএল থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন নির্বাচক প্রধান অজিত আগরকার। সাংবাদিক বৈঠকে আগরকরকে প্রশ্ন করা হয়, ১৫ জনের দল বাছতে আইপিএল কতটা ভূমিকা নিয়েছে। জবাবে তিনি বলেন,
বিশ্বকাপের দল নিয়ে এবার মুখ খুললেন রোহিত-আগারকার, কী বললেন অধিনায়ক ও প্রথান নির্বাচক । আইপিএল শুরু হওয়ার অনেক আগে থেকেই আমাদের আলোচনা হচ্ছিল। আমাদের মাথায় কয়েক জন ক্রিকেটারের নাম ছিল। তাদের পারফরম্যান্স ও ফিটনেসের দিকে আমাদের নজর ছিল। আমরা জানতাম যদি তিন মাসের মধ্যে কারও চোট লাগে, তা হলে বিকল্পও তৈরি রাখতে হবে। আমাদের চিন্তাভাবনা পরিষ্কার ছিল। অপর দিকে হার্দিক কে নিয়ে বলতে গিয়ে আগারকার বলেন, ভাইস ক্যাপ্টেন নিয়ে বিশেষ কিছু আলোচনা হয়নি আমাদের। আর ফর্ম আপনারা চান সবাই সেরা ফর্মে থাকবে। এটাও ভাবা দরকার চোট সারিয়ে দীর্ঘ বিরতির পরে মাঠে ফিরেছে পাণ্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবকটি ম্যাচ খেলেছে পাণ্ডিয়া, এটা ভালো দিক। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আমাদের হাতে এখনও প্রায় মাস খানেক সময় রয়েছে।
Total Post View : 53977