সূর্যশিখা নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো চলতি বছরেও পর্যটকদের ভিড়ে ঠাসা সিকিম। বড়দিনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জনপ্রিয় স্থান জনমানসে পরিপূর্ণ। গ্যাংটক তো আছেই, গুরুদংমার লেক থেকে শুরু করে জিরো পয়েন্ট, ইয়াংথাম ভ্যালি... সব জায়গায় পর্যটকদের পদচিহ্ন পড়েছে। তবে নতুন বছরের শুরুতেই মন খারাপ হয়ে যাবে তাঁদের। কারণ সিকিমের এক বহুল জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধ থাকতে চলেছে ১ জানুয়ারি। ভারত-চিন সীমান্তের না-থুলা পাস পর্যটকদের কাছে অন্যতম সেরা জায়গা। সেই স্থানেই ১ তারিখ যেতে পারবেন না তাঁরা। যারা ইতিমধ্যে সিকিমে রয়েছেন, পরিকল্পনা করেছিলেন ১ তারিখই না-থুলা যাওয়ার, তারা আশাহত হচ্ছেন। তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র একদিনের জন্য। ২ তারিখ থেকে আবার যাওয়ার অনুমতি মিলবে সেখানে। ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের না-থুলা পাসে একটি অনুষ্ঠান রয়েছে সেনার। তাই নিরাপত্তার কারণেই সেখানে যাওয়ার অনুমতি মেলেনি। তবে শুধু না-থুলা যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বছরের প্রথম দিন। বাকি সব জায়গাতেই যেতে পারবেন পর্যটকরা। বর্ষবরণের এই সময়টায় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে সিকিমের গাড়ি চালকদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে গ্যাংটক পুলিশ। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পর্যটকদের ঘোরানোর সময় গাড়িতে অবশ্যই রাখতে হবে মোটা চেনের শিকল। রাস্তায় বরফ জমে গেলে গাড়ি চলাচলে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে চাকার সঙ্গে শিকল বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বরফ সরানোর জন্য গাড়িতে বেলচা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটে গেছে সিকিমে। তুষারপাত এবং বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তাঘাটও কার্যত ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই কারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
Total Post View : 30682