সূর্যশিখা নিউজ ডেস্ক: আইপিএলের প্লে-অফে উঠতে পারে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে পুরোটাই অঙ্কের উপর নির্ভর করছে। কোন অঙ্কে আইপিএলের প্লে-অফে উঠতে পারবেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। কয়েকদিন আগেই যেটা কার্যত অবাস্তব মনে হচ্ছিল, এখন সেটার সম্ভাবনা কিছুটা বেড়ে গিয়েছে। আইপিএলের ‘ডবল হেডার’ রবিবারে যা হল, তাতে প্লে-অফে উঠে যেতে পারে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও সেটার জন্য অনেক অঙ্ক মিলতে হবে। সেইসব পারমুটেশন-কম্বিনেশন মিলে গেলে তবেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে প্লে-অফে উঠে যাবে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির দল। সেটাই যদি হয়, তাহলে লিগ টেবিলের শীর্ষে থাকা দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে খেলবে কেকেআর এবং রাজস্থান। আর এলিমিনেটরে খেলবে চেন্নাই এবং বেঙ্গালুরু। ধোনিদের কাছে অঙ্কটা খুবই সহজ। বিরাটদের হারালেই হাতে চলে আসবে প্লে অফের টিকিট। কিন্তু বেঙ্গালুরু থিঙ্কট্যাঙ্ককে বসতে হবে ক্যালকুলেটার নিয়ে। শুধু ম্যাচ জিতলেই হবে না। নেট রানরেটেও টপকে যেতে হবে সিএসকে-কে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট বেঙ্গালুরুর। নেট রানরেট +.৩৮৭। সেক্ষেত্রে প্রথমে ব্যাট করে যদি ২০০ রানের লক্ষ্য দিতে পারে, তাহলে ১৮ রানের বেশি ব্যবধানে জিততে হবে বেঙ্গালুরুকে। আর চেন্নাই যদি আগে ব্যাট করে ২০১ রানের লক্ষ্য দেয়, তাহলে অন্তত ১১ বল বাকি থাকতে জিততে হবে। বিরাট না ধোনি, কে উঠবে শেষ চারে? তার জন্য তাকিয়ে থাকতে হবে ১৮ মের দিকে।
Total Post View : 38433