এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

এই মাসেই ঢুকছে বর্ষা, যা বলছে আবহাওয়া দফতর

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী রবিবার (১৯ মে) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে। সাধারণভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে ২২ মে নাগাদ। তবে এবার নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষা প্রবেশ করেছে দ্বীপপুঞ্জে। আলিপুর আবহাওয়া দফতরের থেকে জানানো হয়েছে, আগামী ২০ মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে। সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে, যদিও সেই সম্ভাবনা খুবই কম বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে বাংলার ক্ষেত্রে এখনই সেভাবে স্বস্তি মিলছে না। কারণে, আবহাওয়াবিদদের মতে নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার আগমনের সঙ্গে বাংলায় বর্ষার আগমনের দিনক্ষণ নিয়ে আশা দেখার কোনও সম্পর্ক নেই। এদিকে সাধারণত কেরলে বর্ষা ঢোকে ১ জুন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং ফের ৪০ ডিগ্রির পারদ ছাড়াতে পারে তাপমাত্রার পারদ। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি ও পশ্চিমের জেলাগুলিতে আগামী সপ্তাহান্তে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা যেতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী ৪-৫দিন রাজ্যের সব জেলাতেই তাপমাত্রার পারদ চড়বে। শনিবারের মধ্যে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। যদিও মঙ্গলবার ও বুধবার বাংলার কয়েকটি জেলার খুব কম জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গেও একেবারে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় গরম ও অস্বস্তিজনক পরিবেশ বজায় থাকবে।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 26000


সম্পর্কিত খবর