এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

শনির রোষ নয়, শুধু কৃপাই থাকে ৪ রাশির সঙ্গে

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: ভারতীয় জ্যোতিষশাস্ত্রে শনিকে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় । শনি শুধুমাত্র কৃত কর্মের ফল প্রদান করেন । তিনি অন্যায় কাজের জন্য শাস্তি যেমন দেন, নীতিনিষ্ঠদের পাশেও থাকেন। তুলা রাশির জাতকরা শনির অতি প্রিয়। শনির আশীর্বাদে তুলা রাশির জাতকরা উচ্চপদে থাকেন । তুলা রাশির জাতকরা শনির বিশেষ কৃপা ও আশীর্বাদ পান।পশু এবং অভাবী মানুষদের প্রতি দয়া দেখালে শনি আরও স্নেহের নজরে দেখেন এদের। শনির কৃপায় প্রচুর সাফল্য, অর্থ, খ্যাতি এবং সুখ দেয় আসে এই রাশিচিহ্নগুলির। বৃষ রাশি শুক্র দ্বারা পরিচালিত হয়। শুক্র ও শনি বন্ধুত্বপূর্ণ গ্রহ। ফলস্বরূপ, শনি সর্বদা এই রাশির জাতকদের পক্ষে থাকেন এবং ইতিবাচক ফল প্রদান করেন। শুক্রের দশা এবং শনিদেবের আশীর্বাদের সঙ্গে মিলিত। কর্কট রাশির জাতক জাতিকারা শনি গ্রহের কৃপা লাভ করে এবং শনির মহাদশাতেও এরা কম সমস্যায় পড়েন। কর্কট রাশির জাতকরা শিল্প, লেখালেখি, সাংবাদিকতা এবং সরকারি চাকরির মতো সৃজনশীল ক্ষেত্রে প্রচুর সাফল্য, সম্মান এবং সম্পদ লাভ করেন। কুম্ভ রাশির শাসক শনি সর্বদা জাতকদের উপর তাঁর আশীর্বাদ এবং অনুগ্রহ বর্ষণ করেন। কুম্ভ রাশিরা খুব কম ক্ষেত্রেই অর্থ ও খ্যাতির অভাব অনুভব করেন। কারণ ভগবান শনির কৃপা থাকে সর্বক্ষণ।

Tag: Breaking news, Suryasikha news, Astrology

Total Post View : 15587


সম্পর্কিত খবর