এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

নিট কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনের ঢেউ আঁচড়ে পড়ল সীমান্ত শহর বালুরঘাটে, পুড়ল প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা, পুলিশের সাথে ধস্তাধস্তি

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ নিট কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনের ঢেউ আঁচড়ে পড়ল সীমান্ত শহর বালুরঘাটে। সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেল-এর আন্দোলনে উত্তাল হয়ে বালুরঘাট। সুকান্ত-র শহর বালুরঘাট পুড়ল সুকান্ত-র কুশপুত্তলিকা, ক্ষোভে উত্তাল আন্দোলনকারীদের সামলাতে হিমশিম পুলিশের। নিট কেলেঙ্কারির প্রতিবাদে মঙ্গলবার বালুরঘাটে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সভার ডাক দিয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল। যে প্রতিবাদ মিছিল ও সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক-অধ্যাপকরা বালুরঘাটে এসে উপস্থিত হন। মঙ্গলবার দুপুরে বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর প্রতিবাদ মিছিলটি। মিছিলের নেতৃত্ব দেন মইদুল ইসলাম, বিজন সরকার, সানোয়ার মোল্লা, মনিশংকর মন্ডল। বালুরঘাট বাসস্ট্যান্ড - বিশ্বাসপাড়া মোড়- নিউ মার্কেট এলাকা পরিক্রমা করে প্রতিবাদ মিছিলটি বালুরঘাট কোর্ট মোড়ে আসার পর আন্দোলনকারীরা বালুরঘাট কোর্ট মোড়েই প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালিয়ে মুহুর্মুহ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থান বিজেপির জেলা কার্যালয়, যে কার্যালয়ে লাগানো রয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-এর বড় হেডিং। এদিন কুশপুত্তলিকা দাহ করবার সময় কিছু বিক্ষোভকারী বিজেপির জেলা কার্যালয়ে প্রবেশ পথে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এরপর বিক্ষোভকারীরা ফের প্রতিবাদ মিছিল করে বালুরঘাট থানা মোড় সংলগ্ন জেলা মিউজিয়ামের সামনে বিক্ষোভ সভা স্থলে উপস্থিত হন। এদিনের এই বিক্ষোভ সভা মঞ্চ থেকেও তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল-এর নেতৃত্বরা নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কার্যত তুলোধনা করে সুর চড়ান। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক বিজন সরকার বলেন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার টাকা খেয়ে প্রশ্ন বিক্রি করে দিয়েছে, তাই নিট পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষা বন্ধ হয়ে গেছে। ওয়েবকুপার রাজ্য সহকারী সম্পাদক সানোয়ার মোল্লা বলেন বিজেপির ভাওতাবাজির মুখোশ খুলে গিয়েছে তাই শিক্ষাপ্রেমী ও শিক্ষক সমাজ আজ রাস্তায়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মইদুল ইসলাম বলেন কেন্দ্রীয় সরকার গঠনের সাথে সাথেই গোটা দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরী হয়েছে। তিনি বলেন আমরা অপদার্থ কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবী করছি। পাশাপাশি আমরা দোষীদের শাস্তি প্রদানের জন্য যৌথ তদন্ত কমিটি গঠনের দাবী জানাচ্ছি। ওয়েবকুপার রাজ্য সহ সভাপতি মনি শংকর মন্ডল বলেন গুজরাতের পয়সার কাছে বাংলার মেধা হেরে যাচ্ছে। তিনি বলেন পরিকল্পনা করে বাংলার মেধাকে বঞ্চনা করা হচ্ছে। দল নির্দেশ দিলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ঘেরাও-এরও হুশিয়ারি দেন তিনি।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 45732


সম্পর্কিত খবর