দক্ষিণ দিনাজপুর: আর জি কর কান্ড এবং দক্ষিণ দিনাজপুরে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবীতে উত্তাল বালুরঘাট। বিজেপির ডাকে সুকান্ত মজুমদার-এর নেতৃত্বে জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচীতে ভাঙল পুলিশের বেরিকেড, পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা। অপরদিকে একই দাবীতে একই দিনে থানা ঘেরাও করে ক্ষোভ উগড়ে দিল বামেরাও। মঙ্গলবার বালুরঘাটে জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচীর ডাক দিয়েছিল বিজেপি। বিজেপির ডাকা এই কর্মসূচী ঘিরে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি না তৈরী হয় সেজন্য প্রস্তুতি নিয়েছিল প্রশাসন৷ জেলা শাসকের অফিস চত্বরের বাইরে রাস্তায় উচ্চ বেরিকেড দেওয়ার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়ন করেছিল প্রশাসন। এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক মিছিল করে জেলা শাসকের অফিসের দিকে রওনা হয়। জেলা শাসকের অফিস সংলগ্ন রাস্তায় পুলিশের বেরিকেড ভেঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা জেলা শাসকের অফিসের সামনে থাকা বাশের বেরিকেডের কাছে পৌছে যায় এবং উচ্চ বাশের বেরিকেড ভেঙ্গে ফেলার চেষ্টা করে। ঘটনাস্থলে উত্তেজনা পরিস্থিতি তৈরী হয়৷ এরপর সভা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমাদের নেতা নেত্রীরা যদি আমাদের কর্মীদের নিয়ন্ত্রণ না করত তাহলে আরও বড় কিছু ঘটতে পারত৷ আমরা ভাঙচুর ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করিনা - আমরা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করি৷ সেই সঙ্গে ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবীতেও ফের সরব হন এদিন সুকান্ত মজুমদার।
Total Post View : 36961