দক্ষিণ দিনাজপুরঃ আগামী ২১শে জুলাই শহীদ সভার প্রচারে ঝাপাল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। ২১শে জুলাই সভার প্রচারে বুধবার বালুরঘাট শহরের সূবর্ণতট সভাগৃহে প্রস্তুতি সভা করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর শাখা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি সুকলাল হাসদা, সহ সভাপতি গোপেন সরকার, সাধারণ সম্পাদক গৌতম সরকার। সহ সভাপতি গোপেন সরকার জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার ১৮টি চক্র থেকে নূন্যতন ৫০০ জন শিক্ষক শিক্ষিকা এবারে ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগদান করবেন। তিনি জানিয়েছেন ২১শে জুলাই শহীদ সমাবেশের প্রচারে ইতিমধ্যেই দেওয়াল লিখন এবং হোডিং ও ফ্লেক্স মাধ্যমে তারা প্রচার শুরু করেছেন। সবমিলিয়ে ২১শে জুলাইয়ের প্রচার - প্রস্তুতির মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় সাংগঠনিক শক্তিবৃদ্ধি করতে চলেছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
Total Post View : 39313