2nd August 2025, 11:41 PM
দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর নাটকের শহর নামে পরিচিত। এই শহরে অনেক নাট্য সংস্থা রয়েছে। যার মধ্যে একটি নাট্য সংস্থা হল ত্রিতীর্থ। ৫০ বছরের বেশি পুরনো ত্রিতীর্থ নামে এই নাট্য সংস্থা দেবীগর্জন, দেবাংশী সহ অনেক বিখ্যাত নাটক উপহার দিয়েছে এই বাংলার নাট্য জগতকে। সেই নাট্যসংস্থার প্রতিষ্ঠা দিবস পালন হলো শনিবার সকালে। শনিবার সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই নাট্য সংস্থার প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠান শুরু হয়। এরপর সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে সংস্থার পক্ষ থেকে বলে জানা গেছে। এদিনের এই অনুষ্ঠান গিটে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Total Post View : 162