এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরছেন ভারতের কোচ গম্ভীর

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া ছাড়ছেন গৌতম গম্ভীর। অনুশীলন ম্যাচ খেলতে ভারতীয় দল ক্যানবেরা যাবে। কিন্তু দলের সঙ্গে যাবেন না ভারতীয় কোচ। তিনি দেশে ফিরছেন। একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, পারিবারিক কারণে হঠাৎ দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে। দ্বিতীয় টেস্টের আগে তিনি আবার অস্ট্রেলিয়া যেতে পারবেন কি না এখনও জানা যায়নি। সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত প্রথম টেস্ট জিতে নিয়েছে পার্‌থে। ২৯৫ রানে জিতেছে ভারত। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। গোলাপি বলে হবে সেই ম্যাচ। তার আগে ক্যানবেরায় অনুশীলন ম্যাচ খেলবে ভারত। বুধবার সেখানে যাবে দল। শনিবার থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। কিন্তু দলের সঙ্গে ক্যানবেরা যাবেন না গম্ভীর। তিনি দেশে ফিরে আসছেন।দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি প্রথম টেস্টে খেলেননি। তবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত। সেখানে গোলাপি বলে অনুশীলনও করছেন তিনি। রোহিতকে পার্‌থে সাজঘরেও দেখা গিয়েছে। তিনি না থাকায় লোকেশ রাহুল ওপেন করেছিলেন। সঙ্গে ছিলেন যশস্বী জয়সওয়াল। মনে করা হচ্ছে রোহিত ফেরায় রাহুল আবার মিডল অর্ডারে ফিরবেন। চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন শুভমন গিলও। তিন নম্বরে তাঁর জায়গায় খেলেছিলেন দেবদত্ত পাড়িক্কল। তাঁকে পরের টেস্টে বসতে হতে পারে।

Tag: Breaking news, Suryasikha news, Today news

Total Post View : 22761


সম্পর্কিত খবর