এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সক্রিয়তায় কোমড় ভাঙছে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার ব্যবসার, জোড়া সাফল্য পুলিশের

...

Suryasikha News Admin


বর্ণালী রায়: দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সক্রিয়তায় কোমড় ভাঙছে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার ব্যবসার। বৃহস্পতিবারের পর শুক্রবারেও দক্ষিণ দিনাজপুর জেলায় পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশ সূত্রে খবর শুক্রবার পুলিশ খবর পায় একটি গাড়িতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছে। তড়িঘড়ি বালুরঘাট থানার পুলিশ একটি টিম গঠন করে। পুলিশের ঐ টিম গাড়িটিকে আটক করে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবী জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানায় গাড়িতে নিষিদ্ধ কাফ সিরাপ রয়েছে। এরপরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় ৬০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় পুলিশ মিনারুল মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জানা গেছে মিনারুল মোল্লা নামের ঐ ব্যক্তির বাড়ি কুমারগঞ্জের ডাঙ্গারহাটে। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি বিক্রম প্রসাদ পুলিশের এই তল্লাশি অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান। বিক্রম প্রসাদ বলেন এর সাথে কারা কারা যুক্ত তা তদন্তের পরেই বোঝা যাবে, আমরা তদন্ত শুরু করেছি। উল্লেখ গত বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৩০০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে। সবমিলিয়ে গত দুই দিনে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের জোড়া সাফল্য।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 29500


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর