দক্ষিণ দিনাজপুর: "আমরা মার্কসবাদী - গান্ধীবাদী নই যে একগালে চড় মারলে আর একগাল এগিয়ে দেব", বুনিয়াদপুর চড় কান্ডে হুশিয়ারি সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-এর। উল্লেখ ৯-ই জুলাই বাম সংগঠনের ডাকা ধর্মঘটের দিন রাস্তায় ধর্মঘটের সমর্থনে নামা সিপিআই(এম)-এর কৃষক সংগঠনের নেতা মাজেদুর রহমান-কে চড় মারেন বংশীহাড়ি থানার আইসি অসীম গোপ। সেই চড় মারার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায়। ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে সিপিআই(এম)। সেই চড় কান্ডের প্রতিবাদে এবং সম্প্রতি ভীন রাজ্যে বাঙালিদের সাথে ঘটা ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বিক্ষোভ সমাবেশ করে সিপিআই(এম)। এদিনের এই বিক্ষোভ সমাবেশের মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সিপিআই(এম)-এর জেলা সম্পাদক নন্দলাল হাজরা, আরএসপি নেত্রী সুচেতা বিশ্বাস। এদিন বুনিয়াদপুরের বিক্ষোভ সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে উঠে সভাস্থলের অদূরে থাকা গান্ধীজীর মূর্তির কথা উল্লেখ করে ঘটে যাওয়া চড় কান্ডের দিকে ইঙ্গিত করে মহম্মদ সেলিম বলেন আমরা মার্কসবাদী - গান্ধীবাদী নই যে একগালে চড় মারলে আর একগাল এগিয়ে দেব - সেই পার্টি সিপিআই(এম) না - লাল ঝান্ডা না। তিনি অভিযোগ করে বলেন পুলিশ উর্দি পড়ে গুন্ডামী করেছে। শুধু তাই নয়, কোনটা গুন্ডা কোনটা পুলিশ এখন আর চেনা যায় না বলেও এদিন সেলিম পুলিশকে তীব্র কটাক্ষ করেন। রাজ্যের পুলিশ এবং রাজ্য সরকারের শাসক দলকে একযোগে নিশানায় নিয়ে আক্রমণ করবার পাশাপাশি ভীন রাজ্যে বাঙালিদের ভাষার নামে নির্যাতনের করার অভিযোগ তোলেন বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মহম্মদ সেলিম বলেন ভাগ্যিস রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বেচে নেই নইলে ওদের সবাইকে বিদেশী বলে পুশব্যাক করে দিত এই বিজেপি। বিক্ষোভ সমাবেশ করার পাশাপাশি এদিন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিকের কাছে সিপিআই(এম) নেতৃত্ব ডেপুটেশনও দেয় বলে জানা গেছে।
Total Post View : 24411