দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ত্রিবার্ষিক সাধারণ সভায় অনিয়মের মামলা প্রত্যাহারে মারধোর ও হুমকি দেওয়ার অভিযোগ, অপরদিকে অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা হুমকি দেওয়ার অভিযোগ তুলে সরব অভিযুক্ত-ও। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-র দুই সদস্যের অভিযোগ - পাল্টা অভিযোগে শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া মহলে। প্রসঙ্গত উল্লেখ যে গত বছর ১৪ই সেপ্টেম্বর তারিখে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-র ত্রিবার্ষিক সাধারণ সভায় কমিটি গঠন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। যার পরে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে ঘুঘুর বাসা আখ্যা দিয়ে রীতিমত হোডিং লাগিয়ে প্রতিবাদ আন্দোলনে নামে সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমী নামক একটি ক্রীড়া প্রতিষ্ঠান। জেলা জুড়ে শুরু হয় জোর চর্চা। সুবিচার চেয়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমী। পরবর্তী সময়ে একই অনিয়মের অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন খোদ দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশ্বজিৎ ঘোষ। যে মামলা বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে বিচারাধীন। এরই মাঝে মামলাকারী বিশ্বজিৎ ঘোষ-কে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি ও শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-র সদস্য বিপ্লব দেব-এর বিরুদ্ধে। বিশ্বজিৎ ঘোষ-এর অভিযোগ ২৮শে জুলাই তারিখে বালুরঘাটের একটি মাঠে খেলা চলাকালীন সময়ে বিপ্লব দেব তাকে গালিগালাজ করে ও শারীরিকভাবে নিগ্রহ করে এবং ঐ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। ঘটনার পরে বিশ্বজিৎ ঘোষ পার্শ্ববর্তী বালুরঘাট টাউন ক্লাবে চলে গেলে সেখানে গিয়েও নাকি বিপ্লব দেব তাকে ফের গালিগালাজ ও মারধোর করে বলে অভিযোগ। ঘটনার পরে বিশ্বজিৎ ঘোষ অভিযুক্ত বিপ্লব দেব-এর বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত বিপ্লব দেব-এর বিরুদ্ধে শতাব্দী প্রাচীন বালুরঘাট টাউন ক্লাব প্রেস বিবৃতি জারি করে ঘটনার নিন্দা করেছে। অপরদিকে এই বিষয়ে অভিযুক্ত বিপ্লব দেব-এর বক্তব্য বিশ্বজিৎ ঘোষ মামলা করায় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-র নিয়ম অনুযায়ী বিশ্বজিৎ ঘোষ-কে সাসপেন্ড করা হয়েছিল। বিপ্লব দেব-এর পাল্টা অভিযোগ তিনি মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বিশ্বজিৎ ঘোষ তাকে হুমকি দেয়। বিপ্লব দেব-এর বক্তব্য মারধোর করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন ঘটনা চাউড় হতেই সর্বত্রই প্রশ্ন উঠতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-য় সুষ্ঠ পরিবেশ ফিরবে কবে।
Total Post View : 34256