3rd August 2025, 07:13 AM
সূর্যশিখা নিউজ ডেস্ক : মৃত্যুকে জয় করার মন্ত্র হল মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটি ঋগ্বেদেও দৃষ্ট হয় আবার এই মন্ত্রটি মার্কণ্ডেয় পুরাণেও দৃষ্ট হয়। এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি, রোগপীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয়। নিরাকার মহাদেবই মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তিদান করেন।এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে।একসময় মহর্ষি মৃকন্ডু এবং তাঁর পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন। তাঁরা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম হলো মার্কণ্ডেয়। কিন্তু মার্কণ্ডেয়ের বাল্যকালেই মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথা সময়ে যমরাজ এলেন। কিন্তু মহাদেবের শরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে!তখন যমরাজ বুঝতে পারেন যে এই মন্ত্রের উপেক্ষা করে তিনি যদি ওই ঋষি পুত্রকে নিয়ে যান, তাহলে তাঁকে মহাকালের রোষানলে পড়তে হবে। যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কণ্ডেয় মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন। পরে তিনি মার্কণ্ডেয় পুরাণ রচনা করলেন। শাস্ত্র মতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা পরম ফলদায়ী। কিন্তু এই মন্ত্র জপে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। তা হলেই এই মন্ত্র জপের সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলুন-- শুদ্ধ ভাবে মন্ত্রোচ্চারণ করবেন। ২. একটি নিশ্চিত সংখ্যায় এই মন্ত্র জপ করবেন। প্রথম দিন যতবার মন্ত্র জপ করেছেন, দ্বিতীয় দিনে তার চেয়ে কম বার জপ করবেন না। সবসময় আগের দিনের চেয়ে বেশি ও সম সংখ্যক বার মন্ত্র জপ করবেন।৩. মন্ত্রোচ্চারণ যাতে ঠোঁট থেকে বেরিয়ে না-আসে সেদিকে লক্ষ্য রাখবেন। অর্থাত্ ঠোঁট নাড়িয়ে মন্ত্রোচ্চারণ করুন। অভ্যাস না-থাকলে আস্তে আস্তে এই মন্ত্রোচ্চারণ করা উচিত। ৪. জপের সময় ধূপ ও প্রদীপ যাতে প্রজ্জ্বলিত থাকে।৫. রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ৬. গৌমুখীর মধ্যে রুদ্রাক্ষ মালা রেখে জপ করুন। জপ পূর্ণ না-হওয়া পর্যন্ত মালাটিকে গৌমুখী থেকে বের করবেন না।শিবের ছবি, মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসে জপ করা অনিবার্য। ৮. কুশের আসনে বসে এই মন্ত্র জপ করা উচিত। ৯. জপকালে দুধ মিশ্রিত জল দিয়ে শিবের অভিষেক করতে থাকুন। ১০. পূর্ব দিকে মুখ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ১১. সর্বদা একই স্থানে বসে মন্ত্র জপ করবেন। ১২. মন্ত্র জপে মনোনিবেশ করুন। অন্য কোনও চিন্তাভাবনা মনের মধ্যে আনবেন না। ১৩. জপকালে আলস্য করবেন না ও হাই তুলবেন না। ১৪. মিথ্যা কথা বলবেন না। ১৫. যতদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সংকল্প নিয়েছেন, ততদিন সম্ভোগ থেকে বিরত থাকুন। ১৬. আমিষ খাবার খাবেন না।
Total Post View : 192