এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

সারের কালোবাজারি রুখতে তৎপর কৃষি দপ্তর, দোকানে দোকানে টহল কৃষি আধিকারিকের

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: সারের কালোবাজারি রুখতে তৎপর কৃষি দপ্তর, দোকানে দোকানে টহল কৃষি আধিকারিকের। বৃহস্পতিবার হিলি ব্লকের কৃষি আধিকারিক আকাশ সাহা হিলি ব্লকের বিনশিরা, তিওয়ড়, ত্রিমোহিনী এলাকার সারের দোকান ও গোডাউনগুলি পরিদর্শন করেন। সেই সঙ্গে সার সহ অন্যান্য কৃষি উপকরণ সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন। উল্লেখ বিগত সময়ে দক্ষিণ দিনাজপুর জেলার মূলত বংশীহাড়ি ব্লকের একাধিক জায়গায় সারের কালোবাজারির অভিযোগ সামনে এসেছে। সারের কালোবাজারি নিয়ে সরব হতে দেখা গিয়েছিল কৃষকদেরকেও। যদিও বেশীরভাগ ক্ষেত্রেই সারের কালোবাজারির অভিযোগ উঠার পরে কৃষি দপ্তরের আধিকারিকদের অভিযানে নামতে দেখা যেত। সেই জায়গায় রবি শস্যের সময়ে অভিযোগ উঠার আগেই কৃষি আধিকারিকের এহেন পরিদর্শনে খুশি সাধারণ কৃষকরা। হিলি ব্লকের কৃষি আধিকারিক জানিয়েছেন হিলি ব্লকের কৃষি দপ্তর সবসময় চেষ্টায় আছে সাধারণ কৃষক যাতে সঠিক দামে কৃষি উপকরণ জোগাড় করতে পারে।

Tag:

Total Post View : 160


সম্পর্কিত খবর