দক্ষিণ দিনাজপুরঃ অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো সারহুল ও বহী উৎসব। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় অনুষ্ঠিত হয় এই উৎসব। জানা গেছে এই উৎসবে শাল গাছকে দেবী রুপে পূজা করা হয় এবং বিশ্বের মানুষ যাতে সুখে - সমৃদ্ধিতে থাকতে পারে সেজন্য প্রার্থনা করা হয় এই উৎসবে। এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যা চিন্তামনি বিহা। এদিন চিন্তামনি বিহা সারহুল ও বহী উৎসব-এর আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসব আয়োজনের জন্য। তিনি বলেন সবাইকে একত্রিত করে এই উৎসব ঐক্যের বার্তাও প্রদান করে সমাজে। উল্লেখ এই উৎসবের রীতি অনুযায়ী দ্বিতীয় দিন বাড়ি বাড়ি গিয়ে মাদল বাজিয়ে নাচ গানের রীতি রয়েছে।
Total Post View : 23976