এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বিশ্ব শান্তির বার্তা প্রদানে এবার বিশ্ব ভ্রমনে দক্ষিণ দিনাজপুর জেলার মাধাই পাল

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ ভারতবর্ষের পর সাইকেল নিয়ে বিশ্ব শান্তির বার্তা প্রদানে এবার বিশ্ব ভ্রমনে দক্ষিণ দিনাজপুর জেলার মাধাই পাল। মাধাই পাল-এর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বাদ শংকৈর গ্রামে। ২০২০ সালে মাধাই পাল সেফ ড্রাইভ - সেভ লাইফ-এর বার্তা নিয়ে সাইকেল নিয়ে সারা ভারত যাত্রা করেন সাফল্যের সঙ্গে। ভারত ভ্রমণ যাত্রার সেই দুর্মূল্য অভিজ্ঞতাকে পাথেয় করে এবার মাধাই দাস সাইকেল নিয়ে বালুরঘাট থেকে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলেন। জানা গেছে প্রথমে তিনি সার্ক অন্তর্ভুক্ত দেশগুলিতে একে একে যাত্রা করবেন, এরপরে তিনি একে একে অন্যান্য দেশগুলিতে যাত্রা করবেন। দূষণমুক্ত বাহন সাইকেলে চেপে বিশ্ববাসীর কাছে বিশ্ব শান্তির বার্তা প্রদানই তার এই সাইকেল যাত্রার উদ্দেশ্য, জানিয়েছেন মাধাই দাস। মাধাই দাস বলেন ভারতবর্ষে জন্মগ্রহণ করতে পেরে আমি গর্বিত। শুক্রবার যাত্রা শুরুর পূর্বে মাধাই দাস-কে শুভেচ্ছা জানান দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাব-এর সভাপতি শংকর দাস এবং সম্পাদক অনুপ স্যান্যাল। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাব-এর পক্ষ থেকে এদিন মাধাই দাস-এর হাতে তুলে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা। দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস ক্লাব-এর সভাপতি শংকর দাস বলেন দক্ষিণ দিনাজপুর জেলার মতো প্রত্যন্ত এলাকার সাধারণ পরিবারের যুবক মাধাই দাস-এর সাধারণ সাইকেল নিয়ে গোটা বিশ্ববাসীর কাছে বিশ্বশান্তির যে বার্তা এবং দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তা যে প্রদানে উদ্যোগী হয়েছে তার জন্য আমরা ভারতবাসী হিসাবে গর্বিত। তিনি বলেন মাধাই দাসকে আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাব-এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

Tag: Suryasikha news

Total Post View : 47336


সম্পর্কিত খবর