এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

হাড় কাঁপানো ঠান্ডা থেকে কবে মিলবে মুক্তি, জেনে নিন

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: গোটা দেশই তীব্র শীতে নাজেহাল। পাহাড় থেকে সমতল, সর্বত্র চলছে শীতের ঝোড়ো ব্যাটিং। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লির অধিকাংশ জায়গার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, বিহার, এবং ঝাড়খণ্ডের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। গতকাল হরিয়ানার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে, এখনই নিস্তার মিলবে না শীতের থেকে।১৪০-১৫০ নট ক্রমের জেট স্ট্রিম বাতাস বইছে উত্তর ভারতের সমভূমিতে। এর জেরে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন জায়গায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ। অতিরিক্ত কুয়াশার জন্য এই জায়গার সাধারণ মানুষকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এই অঞ্চলগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ১৯ থেকে ২২ শে জানুয়ারি পর্যন্ত। ঝাড়খন্ড, সিকিম ও পশ্চিমবঙ্গের ১৯ তারিখ পর্যন্ত রয়েছে কুয়াশার সতর্কতা। দেশের একাধিক জায়গায় ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শৈত্য প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।

Tag:

Total Post View : 188


সম্পর্কিত খবর