এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

রোহিতের উইকেট হারিয়ে চা বিরতিতে ১৭০ রানে এগিয়ে ভারত

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানে লিড পেয়ে গিয়েছে ভারত। রোহিত শর্মা আউট হয়ে গিয়েছেন। ক্রিজ়ে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাঁর কাঁধে। ইংল্যান্ডকে ৩১৯ রানে অলআউট করে দেয় ভারত। ২৯ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেয় তারা। ব্যাট করতে নেমে রোহিত আউট হলেও ভারতের তরুণ দুই ব্যাটার দলকে এগিয়ে নিয়ে চলেছেন। রুট আউট হওয়ার কিছু ক্ষণের মধ্যেই আউট হয়ে যান জনি বেয়ারস্টো। ১৫২ রান করা বেন ডাকেটও আউট হয়ে যান। পর পর তিন উইকেট যেতেই বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু এমন অবস্থা থেকে ইংল্যান্ডকে একাধিক ম্যাচে ভরসা দিয়েছেন বেন স্টোকস। তিনি ক্রিজ়ে থাকায় তবুও আশা ছিল ইংল্যান্ড সমর্থকদের। কিন্তু স্টোকসও হঠাত্‍ বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বুমরার হাতে। তাতেই লিড নেওয়ার আশা শেষ হয়ে যায় ইংল্যান্ডের। মধ্যাহ্নভোজে যাওয়ার সময় ইংল্যান্ডের ২৯০ রান ছিল। হাতে তখনও ৫ উইকেট। সেখান থেকে ৩১৯ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। মধ্যাহ্নভোজের পর ফিরে এসে ২৯ রানে ৫ উইকেট হারানোটাই চাপ হয়ে গেল ইংল্যান্ডের জন্য।

Tag: Breaking_News  #Suryasikha_News #News_of_North_Bengal #News_of_West_Bengal #News_of_India #Dakshin_Dinajpur_News #Balurghat_News #Hit-News

Total Post View : 66908


সম্পর্কিত খবর