এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: ইংল‌্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর সিরিজে দুরন্ত প্রত‌্যাবর্তন করেছে ভারতীয় দল। রাঁচিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছেন রোহিত শর্মারা। বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপের লিগ টেবিলে এক নম্বরে উঠে এল ভারত। এখনও পর্যন্ত এবারের টেস্ট চ‌্যাম্পিয়নশিপে (WTC) ভারতীয় দল মোট আটটি টেস্ট খেলেছে। যার মধ্যে জয় পাঁচটায়। দুটো হার। একটা ড্র। আপাতত ৬৪.৫৮ পয়েন্ট শতাংশ নিয়ে লিগ শীর্ষে রয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার কাছে টেস্টে হারের পর নিউজিল‌্যান্ড নেমে এসেছে দু’নম্বরে। তাদের পয়েন্টের শতাংশ ৬০। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া (৫৯.০৯)। গত দুটো বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপেই ফাইনাল উঠেছিল ভারত। কিন্তু দু’বারই শূন‌্য হাতে ফিরতে হয়েছে। প্রথমবার নিউজিল‌্যান্ডের কাছে হার। পরের ফাইনাল হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার সেই রেকর্ড যে বদলাতে রোহিতরা মরিয়া থাকবে, সেটা বলে দেওয়াই যায়। কিন্তু তার আগে ফাইনাল নিশ্চিত করতে হবে।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 63106


সম্পর্কিত খবর