দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব-এর সপ্তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। বালুরঘাট স্টেডিয়ামের অপু শিশির সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক তথা দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস্ ক্লাব-এর প্রাক্তন সভাপতি ভাস্কর চ্যাটার্জি। এদিনের এই সভার মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব-এর নতুন কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসাবে শংকর দাস এবং সম্পাদক হিসাবে অনুপ স্যান্যাল এবং কোষাধ্যক্ষ হিসাবে রতন দে দায়িত্বভার গ্রহণ করেন। পাশাপাশি ক্লাবের উপদ্রেষ্টা কমিটির সদস্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন প্রবীণ সাংবাদিক ভাস্কর চ্যাটার্জি, প্রবীণ সাংবাদিক মধুসূদন অধিকারী এবং অভিজ্ঞ সাংবাদিক যথাক্রমে সুদীপ বল ও শান্তুনু ঘোষ। সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পর রবিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ, কবি ও শিক্ষিকা তথা বালুরঘাট পৌরসভার কাউন্সিলার শিখা সাহা রায় চৌধুরী।
Total Post View : 143