এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

রেলের কাজ খতিয়ে দেখতে বালুরঘাট স্টেশন পরিদর্শনে ডি.আর.এম।

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: রেলের একাধিক কাজ খতিয়ে দেখতে বালুরঘাট রেল স্টেশনে পরিদর্শনে এলেন ডি.আর.এম। সোমবার বালুরঘাট রেল স্টেশনে পরিদর্শনে এসে রেলের সিট লাইন ও পিট লাইন এবং কোচিং ডিপোর কাজ খতিয়ে দেখেন ডি.আর.এম সুরেন্দ্র কুমার। কাজ খতিয়ে দেখে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কাজের গতি বাড়ানোর চেষ্টা আমরা করছি, কিন্তু বৃষ্টির মরশুমের জন্য কাজের গতি সন্তোষজনক নয়, এটিকে আমরা আরও তাড়াতাড়ি করার চেষ্টা করব। বালুরঘাট রেল স্টেশন অমৃত ভারত স্টেশন হিসাবে ঘোষণা পরবর্তী তার বাস্তবায়ন নিয়ে উনাকে এদিন জিজ্ঞাসা করা হলে সুরেন্দ্র কুমার বলেন আমরা অমৃত ভারত স্টেশনের প্রোজেক্ট রেল বোর্ডে পাঠিয়েছি, সেটি অনুমোদন হচ্ছে, কিন্তু তার পাশাপাশি ফটো পাঠানোর মত একাধিক কাজ রয়েছে, টেন্ডার প্রক্রিয়া চলছে, প্রোজেক্ট অনুমোদনের পর আমরা এটিকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অপরদিকে বালুরঘাট রেল স্টেশন থেকে রেল যোগাযোগ বাড়ানোর চেষ্টা জারি থাকার কথাও এদিন তিনি জানিয়েছেন। বালুরঘাট হিলি রেল প্রকল্প সম্পর্কে সুরেন্দ্র কুমার বলেন হিলি রেল প্রকল্প জমি অধিগ্রহণে সমস্যা হচ্ছে। সেটিকে সমাধান করার চেষ্টা চলছে। সরকারের বিভিন্ন স্তরে জমি অধিগ্রহণের চেষ্টা চলছে। জমি পাওয়ার পর টেন্ডার প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হবে।

Tag:

Total Post View : 171


সম্পর্কিত খবর